জেলেনস্কির নিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে কিয়েভ। তাদের দাবি, স্থানীয় সময় বুধবার রাতে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার একটি কেএইচ-৫৯ ক্ষেপণাস্ত্র ক্রাইভি রিহ শহরে আঘাত হেনেছে। এতে খাদ্যশস্যের একটি গুদাম আক্রান্ত হয়েছে।

ক্রাইভি রিহ শহরটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। শহরটিতে রুশ বাহিনীর হামলা এটিই প্রথম নয়। এ মাসেই সেখানে আরও হামলা চালিয়েছে রাশিয়া। গত ১৪ সেপ্টেম্বর শহরটিতে পরপর আটটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে শহরের একটি রিজার্ভার ড্যাম আক্রান্ত হওয়ায় অঞ্চলটিতে বন্যার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

১৯৭৮ সালে এই ক্রিভি রিহ শহরের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ভলোদিমির জেলেনস্কি। এখানেই বেড়ে ওঠেন তিনি।