ইউক্রেনে রাশিয়ার ‘অবৈধ’ গণভোটকে স্বীকৃতি দেবে না ইইউ

ইউক্রেনে দখলকৃত চারটি অঞ্চলে রাশিয়ার পৃষ্ঠপোষকতা আয়োজিত গণভোটকে ‘অবৈধ’ উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ব্লকটি ইউক্রেনীয় ভূখণ্ডকে রাশিয়ার অংশ করার নিন্দা জানিয়েছে।

ইউরোপের ২৭টি দেশ নিয়ে গঠিত ব্লকটির পরিচালনা সংস্থা ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, তারা কখনও অবৈধ গণভোটকে স্বীকৃতি দেবে না। এই গণভোটের জন্য তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা কখনও এই অবৈধ গণভোটকে স্বীকৃতি দেব না। যে গণভোটের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের স্বাধীনতাম সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা খর্ব করার ষড়যন্ত্র করেছে। তাদের গণভোটের মিথ্যাচার ও ফল কখনও মেনে নেওয়া হবে না।

এতে আরও বলা হয়েছে, রাশিয়ার অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে আমরা বিধিনিষেধ কঠোর করব। এতে রাশিয়ার ওপর তাদের আগ্রাসী যুদ্ধ বন্ধের জন্য চাপ বাড়াবে।

সম্প্রতি ইউক্রেনে দখলকৃত চারটি এলাকায় কথিত গণভোট আয়োজন করেছে রাশিয়া। এই চারটি এলাকা ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড। নিরপেক্ষ পর্যবেক্ষকের অনুপস্থিতিতে আয়োজিত গণভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই গণভোটকে মস্কোর ‘সাজানো’ এবং অবৈধ বলে উল্লেখ করে আসছে।

গণভোটে পর শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ায় যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। এর ফলে ইউক্রেনের দখলকৃত খেরসন, জাপোরিজ্জিয়া, ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করবে রাশিয়া।