পুতিনের হুমকিতে ভীত নয় যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলকে সংযুক্তি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুতিনের হুমকিতে ভীত নয় যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ায় যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পুতিন। তার এমন ঘোষণার ফলে ইউক্রেনের দখলকৃত খেরসন, জাপোরিজ্জিয়া, ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করবে রাশিয়া। তিনি বলেন, অঞ্চলগুলো চিরকাল রাশিয়ার সঙ্গে যুক্ত থাকবে।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যকে বেপরোয়া ও হুমকি অভিহিত করে বাইডেন বলেন ‘আমাদের ভয় দেখাবেন না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভয় পাবে না।’ 

ন্যাটোর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'মিত্রদের সঙ্গে নিয়ে জোটের এক ইঞ্চি ভূখণ্ডও রক্ষা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।'

ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘটনায় মস্কোর ওপর ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে এ ঘটনায় রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।