রিজার্ভের ৫০ হাজার সেনা লড়ছে ইউক্রেনে: পুতিন

রিজার্ভ থেকে ডাকা সেনাদের মধ্যে ৫০ হাজার ইউক্রেনে যুদ্ধে লড়াই করছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যে অভিযানের অংশ হিসাবে ডাকা ৫০ হাজার সংরক্ষিত সদস্য এখন ইউক্রেনে যুদ্ধে রয়েছে।

এর আগে রিজার্ভ থেকে সেনা পাঠানো নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানান, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।

পুতিনের নির্দেশের পর গত সেপ্টেম্বরে রিজার্ভ থেকে নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি শুরু করে রাশিয়া। পুতিনের ঘোষণার প্রতিবাদে তখন রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ এবং দেশ ছেড়ে চলে যান অনেক নাগরিক।