খেরসনে ইউক্রেনের অসাধারণ বিজয়: হোয়াইট হাউজ

রুশ দখলদারদের কাছ থেকে খেরসন পুনরুদ্ধারকে ইউক্রেনের জন্য একটি ‘অসাধারণ বিজয়’ উল্লেখ করে প্রশংসা করেছে হোয়াইট হাউজ। রুশ সেনাবাহিনী ছেড়ে যাওয়ার পর শুক্রবার অঞ্চলটি দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী।

এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনীয়রা একটি অসাধারণ বিজয় অর্জন করেছে। এ যুদ্ধে রাশিয়া যে একটি আঞ্চলিক রাজধানী দখল করেছিল সেটি এখন ইউক্রেনের পতাকার নিচে ফিরে এসেছে, একটি উল্লেখযোগ্য ঘটনা।

সুলিভান আরও বলেন, রাশিয়ার পিছু হটা কৌশলগতভাবে প্রভাব ফেলবে অঞ্চলটিতে। যেমন ওডেসাসহ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো রাশিয়ার হুমকি থেকে অনেকটা রক্ষা পাবে।

ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খেরসন শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের পর আবারও সেখানে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করা হয়েছে।

সূত্র: এএফপি