দখলমুক্ত খেরসনে জেলেনস্কি

রুশ সেনা প্রত্যাহারের পর খেরসন শহর পরিদর্শনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব ঘোষণা ছাড়াই সেনাদের সঙ্গে সোমবার (১৪ নভেম্বর) শহরটির কেন্দ্রে পরিদর্শনে যান তিনি। খেরসন পুনরুদ্ধারে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং মিত্রদের ধন্যবাদ জানান জেলেনস্কি।

খেরসন রাশিয়ার দখলদারমুক্ত হলেও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার বলয়ে পরিদর্শন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানকার সেনাদের তিনি বলেন, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমরা শান্তির জন্য প্রস্তুত, পুরো দেশের শান্তির জন্য।

খেরসনে সংবাদ সম্মেলনে জেলেনস্কি

গত ৯ নভেম্বর রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে, খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী এটি। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে এই শহরটির অবস্থান।

খেরসন রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এটি। ক্রিমিয়ায় থাকা রাশিয়ার গোলাবারুদ, ট্যাংক এবং সেনা খেরসন হয়ে ইউক্রেনে প্রবেশ করতো।

সূত্র: দ্য গার্ডিয়ান