যুক্তরাষ্ট্রের ‘সংযত’ প্রতিক্রিয়ার প্রশংসা করলো রাশিয়া

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাতের পর যুক্তরাষ্ট্রের ‘সংযত’ প্রতিক্রিয়ার প্রশংসা করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র রাশিয়া সম্ভবত ছুড়েনি বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর রাশিয়া এই প্রশংসা করলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মনোযোগ দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সংযত ও পেশাদার প্রতিক্রিয়া দেখানো হয়।

দিমিত্রি পেসকভ আরও বলেন, পোল্যান্ডের ঘটনায় রাশিয়ার কোনও সম্পৃক্ততা নেই।

পোল্যান্ডে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিনা–প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, প্রাথমিক তথ্য বলছে পোল্যান্ডের বিস্ফোরণটি রাশিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে নাও হতে পারে।