রাশিয়াকে ড্রোন তৈরিতে সহায়তা করছে ইরান?

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ভূখণ্ডে শত শত ড্রোন তৈরি করতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে মস্কো। নভেম্বরের শুরুর দিকে ইরানে এক বৈঠকে দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে প্রতিবেদেন দাবি করা হয়েছে।

এ বিষয়টির সঙ্গে পরিচিতি তিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নকশা ও ড্রোন তৈরির মূল উপাদান রাশিয়ায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই উৎপাদনে যেতে পারে দেশটি।

ইউক্রেনে হামলার জন্য ইরানের কাছ থেকে সামরিক ড্রোন কিনছে রাশিয়া, এমন জোরালো দাবি ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলোর। যদিও অস্বীকার করে আসছে মস্কো-তেহরান।

গত মাসে ইউক্রেনের রাজধানীতে একাধিক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। কামিকাজে বা ইরানের তৈরি শাহিদ-১৩৬ ড্রোন ছিল বলে জানিয়েছে কিয়েভ।

এর আগে ব্রিটেনে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো জানান, ইরান রাশিয়ার জন্য যে অস্ত্রগুলো পাঠাচ্ছে সেগুলো মজুত করা হচ্ছে বেলারুশে, এটি কিয়েভের জন্য বড় একটা সমস্যা।

সূত্র: আল জাজিরা