ইস্তাম্বুলে ভবন ধস

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। শুক্রবার ইসতানবুলের বিয়োগলু জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ পাঠানো হয়েছে।

বিয়োগলু জেলার মেয়র আহমেদ মিছবাহ ডেমিরকান সাংবাদিকদের জানান, এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

noname

তিনি বলেন, ভবন দুটি নড়তে শুরু করলে পাশের কার পার্কে থাকা লোকজন অন্যদের সেখান থেকে দৌড়ে সরে আসতে বলেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারী বাহিনী অনুসন্ধান চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইসতানবুলের গভর্নর ভাসিপ শাহিন।

ইসতানবুলের গভর্নর জানান, ধসে পড়া ভবন দুটি ছিল একটি খালি হোটেল ও একটি গুদামঘর। সূত্র: আনাদোলু।

/এমপি/