যুদ্ধবিরোধী পিটিশন রুশ মায়েদের

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নতুন একটি অনলাইন পিটিশনে অংশ নিয়েছেন একদল রুশ সেনার মায়েরা। ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রাশিয়ার একটি নারীবাদী যুদ্ধবিরোধী প্রতিরোধ গোষ্ঠী কর্তৃক এই পিটিশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রুশ পার্লামেন্টের এ সংক্রান্ত প্রাসঙ্গিক কমিটির সদস্যদের উদ্দেশে Change.org-তে এই পিটিশন দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই এতে দেড় হাজারেরও বেশি স্বাক্ষর পড়েছে।

এতে বলা হয়েছে, ‘৯ মাস ধরে কথিত বিশেষ সামরিক অভিযান চলছে। এটি ধ্বংস, শোক, রক্ত ও কান্না নিয়ে এসেছে। ইউক্রেন ও রাশিয়ায় যা কিছু ঘটে তা আমাদের হৃদয়কে উদ্বিগ্ন করে। জাতীয়তা, ধর্ম বা সামাজিক অবস্থান যাই হোক না কেন, আমাদের রাশিয়ার মায়েদের একটি আকাঙ্ক্ষা রয়েছে। সেটি হচ্ছে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস এবং আমাদের সন্তানদের শান্তিপূর্ণভাবে বড় করে তোলা।’ 

পিটিশনে বলা হয়, বহু এলাকায় সামরিক সমাবেশের জন্য জড়ো করা পুরুষদের পেছনে ব্যয় করা অর্থও তাদের পরিবারের সদস্যদের যোগান দিতে হয়েছে। তাদের নিজস্ব খরচে সবকিছু, এমনকি বুলেটপ্রুফ ভেস্টও কিনতে হয়েছে। যে পরিবারগুলি তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে; তাদের কে এসবের জোগান দেবে?’