রাশিয়ার জন্য ন্যাটো গুরুতর হুমকি: ল্যাভরভ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে রাশিয়ার জন্য ন্যাটো একটি ‘গুরুতর হুমকি’। এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমাদের যে অবস্থান সেটি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করবে। আর এর পরিণতি হবে বিপর্যয়কর।

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র সম্পর্কিত ‘কৌশলগত স্থিতিশীলতা’ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করায় আক্ষেপ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের বৃহৎ দুই পারমাণবিক শক্তির মধ্যে সরাসরি আলোচনা নাহলে বৈশ্বিক নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে।