জাপোরিজ্জিয়ায় ফের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত দুই জন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অঞ্চলটির বিভিন্ন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপোরিজ্জিয়ার বিভিন্ন ভবনে আঘাত হেনেছে।

তিনি বলেন, রুশ বাহিনীর গোলাবর্ষণে নিহত হয়েছে দুই জন। এক বছর ১০ মাস বয়সী একটি শিশুসহ তিন জন আহত হয়েছে।

রুশদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে কিরিলো টিমোশেঙ্কো বলেন, সভ্যতা এবং মানবিক মূল্যবোধের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই!