কাউন্টার টেরোরিজম পুলিশের সহযোগিতা পেলো সান্তা ক্লজ!

সেন্ট নিকোলাস দিবসে পোল্যান্ডের কাউন্টার টেরোরিজম পুলিশের (সিটিপি) সহযোগিতা পেলো সান্তা ক্লজ। দক্ষিণাঞ্চলীয় জেসভ শহরের একটি শিশুদের হাসপাতালে সিটিপি সদস্যরা ছাদ থেকে রশি বেয়ে জানালা দিয়ে প্রবেশ করে। এ সময় তারা চকোলেটসহ বিভিন্ন উপহার রোগীদের বিলি করেন।

পোল্যান্ডে ৬ ডিসেম্বর সেইন্ট নিকোলাস দিবস পালন করা হয়। পোল্যান্ডসহ বিভিন্ন দেশে চকোলেট বা বিভিন্ন উপহার পেয়ে থাকে। ডিসেম্বরের শেষ দিকে প্রধান বড়দিন উৎসবের আগেই এসব উপহার পায় শিশুরা।

এক বিবৃতিতে পুলিশ জানায়, পুলিশ কর্মকর্তাদের এভাবে হাসপাতালে যাওয়া ছোট্ট রোগীদের মধ্যে বড় ধরনের আলোড়ন তুলেছে। শিশুরা অবশ্যই অবাক হয়েছিল, কিন্তু তারা খুশিও হয়েছিল।

ছাদ থেকে জানালা দিয়ে দিয়ে প্রবেশের পর বিভিন্ন ওয়ার্ডে উপহার বণ্টন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় তারা একটি বোমা ডিসপোজাল রোবট ব্যবহার করেন।

পুলিশ বলছে, ‘শিশুদের পক্ষ থেকে বড় ধন্যবাদ ছিল তাদের মুখের হাসি।’

সূত্র: রয়টার্স