ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার চাহিদা পূরণের প্রতিশ্রুতি জি সেভেনের

পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন বোমা ফেলছে। এমন সময় বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলো প্রতিশ্রুতি দিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনের সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জি সেভেন সোমবার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনের ‘জরুরি চাহিদা’ পূরণের। জোটের ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আধুনিক ট্যাংক, কামানের গোলা ও দূরপাল্লার অস্ত্র চেয়েছেন। তারপর এই প্রতিশ্রুতি দিলো জি সেভেন।

জেলেনস্কি আরও আহ্বান জানিয়েছেন, শীতে জ্বালানি সংকট মোকাবিলায় ইউক্রেনকে অতিরিক্ত ২ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য। ইউক্রেনের বেসামরিক জ্বালানি অবকাঠামোতে রুশ হামলায় দেশটি বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে।

পৃথক অগ্রগতিতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য ২.১ বিলিয়ন ডলারের একটি তহবিল প্রদানে সম্মত হয়েছেন।  

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সোমবার বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে তিনি উন্মুক্ত আছেন। যা দিয়ে রাশিয়ার ড্রোনকে ভূপাতিত করতে পারবে তারা।