যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ

যৌথ বিমান মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। আগামী সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে। বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশের বিমান বাহিনী এবং সব বিমানঘাঁটি মহড়ায় যুক্ত থাকবে। এরইমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই সংঘাতে কিয়েভের বিরুদ্ধে বিজয় অর্জনের শপথ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েনকো মস্কোর এমন শপথের কথা জানিয়েছেন।

তার ওই শপথের একদিনের মাথায় রবিবার ইউক্রেনের ক্রামাটর্স্ক শহরের দুটি ভবনে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করে রাশিয়া।