ফের সেনাসমাবেশের কথা অস্বীকার ক্রেমলিনের

ফের সেনাসমাবেশের কথা অস্বীকার করেছে রাশিয়া। এ ধরনের আলোচনাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এক প্রতবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে এ নিয়ে কথা বলেছেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ সংক্রান্ত যাবতীয় তথ্য কেবল প্রেসিডেন্টের নেতৃত্বাধীন কর্তৃপক্ষের কাছ থেকে আসতে পারে। ফলে টেলিগ্রাম চ্যানেলের আলাপে এতোটা মনোযোগ দেওয়া উচিত হবে না।

এদিকে পশ্চিমা দেশগুলোর তরফে ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলছে, এতে করে এই যুদ্ধ আরও প্রলম্বিত হবে। তাতে ইউক্রেনের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

রুশ আগ্রাসন মোকাবিলায় প্রথম থেকেই পশ্চিমা মিত্রদের কাছে ভারী অস্ত্র সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। এই যুদ্ধে এখন পর্যন্ত কিয়েভকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।