লিথুয়ানিয়া-লাটভিয়া গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

ইউরোপের দুই দেশ লিথুয়ানিয়া ও লাটভিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে; তাৎক্ষণিকভাবে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এলআরটি-র প্রকাশিত একটি ভিডিওতে উত্তর লিথুয়ানিয়ার পানভেজিস কাউন্টিতে বিস্ফোরণস্থলে আগুন জ্বলতে দেখা গেছে।

অ্যাম্বার গ্রিড জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে পাসভালিস জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিস্ফোরণটি মূলত আবাসিক ভবন থেকে ঘটেছে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড।