ইউক্রেন ইস্যুতে জি৭-এর জোরালো ভূমিকা চায় জাপান

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি৭-এর জোরালো ভূমিকা চায় জাপান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের একদিন পর শনিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে টোকিওর এমন অবস্থানের কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফুমিও কিশিদা বলেন, ইউক্রেনের ঘটনা আমাদের শিখিয়েছে যে, ইউরোপ এবং ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা অবিচ্ছেদ্য।

এর আগে সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, জাপানের রুশবিরোধী পদক্ষেপের কারণে দেশটির সঙ্গে শান্তিচুক্তির আলোচনা অসম্ভব হয়ে উঠেছে।

রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতাপূর্ণ সম্পর্কের অবসান করেনি। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে রাশিয়ার দখল করা কয়েকটি দ্বীপ নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়। রুশ এই দ্বীপগুলো কুরিলস নামে পরিচিত। আর জাপানে এগুলোকে বলা হয় নর্দার্ন টেরিটোরিজ।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত যে জাপানের সঙ্গে শান্তিচুক্তি অসম্ভব। তারা প্রকাশ্যে অবন্ধুসুলভ অবস্থান নিয়ে নিজেদেরকে আমাদের দেশের হুমকি হিসেবে হাজির করেছে।