ইউক্রেনে পাঠানো ব্রিটিশ ট্যাংক পুড়বে: হুমকি রাশিয়ার

ইউক্রেনে ট্যাংক পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটেন। শনিবার ব্রিটেন ঘোষণা দিয়েছে আগামী দিনগুলোতে ১৪টি চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক কিয়েভকে সরবরাহ করা হবে। এই ঘোষণার পর সোমবার রাশিয়া হুমকি দিয়ে বলেছে, এসব ট্যাংকও পুড়বে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা রুশবিরোধী লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই ট্যাংকগুলো পুড়ছে এবং বাকিগুলোর মতো পুড়বে।

পেসকভ আরও বলেছেন, ব্রিটেন ও পোল্যান্ডের পাঠানো নতুন অস্ত্র রণক্ষেত্রের পরিস্থিতি পাল্টাতে পারবে না।

শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলছেন, তাদের চ্যালেঞ্জার টু ট্যাংক রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আরও বেশি শক্তিশালী করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এই ট্যাংকসহ আরও কিছু অতিরিক্ত অস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা জানান তিনি।

ধারণা করা হচ্ছে এছাড়া ব্রিটেনের তৈরি আরও ৩০টি বড় আকারের স্বয়ংক্রিয় অস্ত্র- এএস৯০ পাঠানো হবে।