ইউরোপের দেশগুলোকে কেন ধন্যবাদ দিচ্ছেন জেলেনস্কি?

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নাম করে যে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে রাশিয়া, তাতে অধিকাংশ শহর ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে। প্রাণ হারাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ। মস্কোর ক্রমবর্ধমান হামলা ঠেকাতে কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপের ৯টি দেশ। যা জেলেনস্কির বাহিনীর জন্য স্বস্তিদায়ক খবর। এমন সহযোগিতার প্রসঙ্গে বৃহস্পতিবার দিবাগত রাতে দেশগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাতের ভাষণে জেলেনস্কি বলেন, আমি সেসব দেশগুলোর প্রতি সত্যিই কৃতজ্ঞ যারা আমাদের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিরক্ষা মজবুত করতে বেশ কিছু সাহসী এবং দারুণ সিদ্ধান্ত নিয়েছে আমাদের মিত্ররা।

ইউরোপের ৯টি দেশের সামরিক সহায়তার ঘোষণায় ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন ও এস্তোনিয়া। তালিনে ব্রিটেনের সঙ্গে বৈঠকের পরই এ বিবৃতিতে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জেলেনস্কি ভার্চুয়ালি ভাষণে বলেন, আমি এস্তোনিয়ার কাছে কৃতজ্ঞ এই কারণে যে সামরিক সহায়তার আরও একটি বড় প্যাকেজ ঘোষণা করেছে তারা। বিশেষ করে হাউইটজার এবং গোলাবারুদের জন্য।

সুইডেন, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, পোল্যান্ড, লিথুনিয়া স্লোভাকিয়া এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি এসেছে। জেলেনস্কি সুইডেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'দেশটি ৫০টির মতো সাঁজোয়া যুদ্ধ যান পাঠানোর পরিকল্পনা করেছে। সেই সঙ্গে ডেনমার্ক এবং লিথুয়ানিয়াকেও ধন্যবাদ। এই সহায়তা আমাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। এছাড়া আমরা যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের সামরিক প্যাকেজের আশা করছি।'

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে কিয়েভের জন্য বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আরও আড়াইশ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে এই প্যাকেজে। এমন অভাবনীয় সহায়তা ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীকে আরও বিপর্যয়ে ফেলবে বলে মনে করছেন পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র: সিএনএন