আমরা একা দ্বিধাগ্রস্ত নই: জার্মানি

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ব্যাটল ট্যাংক সরবরাহের বিষয়ে অন্য পশ্চিমা দেশগুলো থেকে জার্মানির অবস্থান ভিন্ন কিছু নয়। এ ইস্যুতে অন্য মিত্রদের থেকে বার্লিন বিচ্ছিন্ন নয়। আমরা একা দ্বিধাগ্রস্ত নই। এমন মন্তব্য করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বরিস পিস্টোরিয়াস বলেন, পুরো পশ্চিমা জোট ঐক্যবদ্ধ। শুধু জার্মানি বাধ সেজেছে, এমন ধারণা ভুল।

তিনি বলেন, অনেক মিত্র আছে যারা বলে যে, তারাও বার্লিনের মতো একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।

এদিকে যতদিন প্রয়োজন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তবে কিয়েভকে জার্মান ট্যাংক সরবরাহের ব্যাপারে কোনও মন্তব্য করেননি তিনি।

জার্মানির ইউরোপীয় মিত্ররা ইতোমধ্যেই দেশটিকে রুশ হামলা মোকাবিলায় কিয়েভকে লেপার্ড ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছে। ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যের নেতারা সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেনে জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক রফতানির অনুমোদন দিতে বার্লিনের প্রতি জোরালোভাবে অনুরোধ জানিয়েছে। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, ‘অনানুষ্ঠানিকভাবে আমার কাছে খুব ভালো ও ইতিবাচক সংকেত রয়েছে।’ তবে বার্লিনের তরফে এ ইস্যুতে এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বরং খোদ জার্মান প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কিয়েভকে ব্যাটল ট্যাংক সরবরাহের বিষয়ে শুধু যে তার দেশের দ্বিধা রয়েছে; এমন নয়। এটি অন্য মিত্রদের ক্ষেত্রেও প্রযোজ্য।