ট্যাংকগুলো দ্রুত পাঠান, পশ্চিমাদের জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অত্যাধুনিক ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এসব ট্যাংক দ্রুত পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান পাঠানোরও তাগিদ দেন তিনি।

তার এই আহ্বানের আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়ে বলেন, ইউক্রেনকে মোট ৩১টি এম-১ আব্রামস ট্যাংক দেবে ওয়াশিংটন। একই দিন জার্মানিও জানিয়েছে, তারা ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে।

এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে একে উসকানি এবং ইউক্রেনে যেকোনও সরবরাহ ট্যাংক ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, অন্যান্য ট্যাংকের মতো একই পরিণতি হবে এগুলোরও।

পশ্চিমা মিত্রদের ট্যাংক সরবরাহের ঘোষণায় ইউক্রেনকে শত্রুমুক্ত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। যদিও গত মঙ্গলবার তিনি বলেছিলেন, তার দেশকে রাশিয়ার মতো শত্রুকে পরাজিত করতে অন্তত ৩০০ যুদ্ধ ট্যাংক প্রয়োজন।