আক্রান্ত হলে ইউক্রেনে যুদ্ধে জড়াবে বেলারুশ: লুকাশেঙ্কোর হুমকি

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হুমকি দিয়ে বলেছেন, আক্রমণের শিকার হলে প্রধান মিত্র রাশিয়ার পক্ষে ইউক্রেনে লড়াইয়ে প্রস্তুত রয়েছে বেলারুশ। এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টাকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কো বলেন, যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে আমার দেশের জনগণকে হত্যা করে, তাহলেই কেবল রাশিয়ার হয়ে বেলারুশের ভূখণ্ড থেকে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।

তিনি বলেন, তারা যদি বেলারুশের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে জবাব হবে ভয়াবহ। চলমান যুদ্ধ একেবারে ভিন্ন প্রকৃতির হবে।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করতে বেলারুশের ভূখণ্ডকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকেই মস্কোর পক্ষে কাজ করছে বেলারুশ। আক্রমণ শুরুর আগে বেলারুশে যৌথ মহড়ায় অংশ নেয় রুশ বাহিনী। লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গত বছরের ডিসেম্বরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশের ভূখণ্ডে এসে পড়েছিল। তখন বেলারুশে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার।