ন্যাটোতে ঢুকতে ইউক্রেনকে স্টলটেনবার্গের শর্ত

আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করার আগে ইউক্রেনকে অবশ্যই সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র হিসেবে জয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন জোটের সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, ‘কিয়েভ ইতোমধ্যে নিজেকে পশ্চিমা ব্লকের ডি-ফ্যাক্টো সদস্য হিসেবে বিবেচনা করছে। আসলে ইউক্রেনের সদস্যপদ নিয়ে ন্যাটোর অবস্থান অপরিবর্তিত। আমরা ২০০৮ সালে সম্মত হয়েছিলাম যে ইউক্রেন জোটের সদস্য হবে। এটি এখনও আমাদের অবস্থান।’

ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেন নিজেকে সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে হবে উল্লেখ করে ন্যাটোপ্রধান আরও বলেন, ‘ইউক্রেন সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র না হলে, ভবিষ্যতে ন্যাটো এবং ইউক্রেনের মধ্যে কোনও ধরনের সম্পর্কের বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে না। ইউক্রেনের বর্তমান সংঘাতের সমাধান হলে, এই আলোচনা হবে।’

ন্যাটো দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে যে সব সম্ভাব্য সদস্যদের জোটে যোগদানের আগে আন্তর্জাতিক, আঞ্চলিক বা জাতিগত বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

ইউক্রেনীয় সেনাদের এখন একাধিক ন্যাটো দেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ব্লকের সদস্যরা কিয়েভকে অস্ত্রও সরবরাহ করছে।

চলতি মাসের শুরুতে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেছিলেন, ন্যাটো দেশগুলো ইতোমধ্যে ইউক্রেনে প্রায় ১২০ বিলিয়ন ডলারের সামরিক ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে। এ সমর্থন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলে ন্যাটো প্রধান শনিবার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: আরটি