শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন রুশ মিত্র লুকাশেঙ্কো

আগামী ২৮ ফেব্রুয়ারি চীন সফরে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং। তিনি জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২ মার্চ পর্যন্ত সফর করবেন তিনি। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লুকাশেঙ্কো। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে বেলারুশে ব্যাপক মাত্রায় যৌথ সামরিক মহড়া চালায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধে মস্কোকে নানাভাবে সহায়তা করে আসছে মিনস্ক। বেলারুশ তার প্রতিবেশী রাশিয়ার ওপর আর্থিক এবং রাজনৈতিকভাবে অনেকটাই নির্ভরশীল। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটে চীনের সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক বেলারুশ।

ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তার অভিযোগে বেলারুশের ওপরও একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সূত্র: দ্য গার্ডিয়ান