ইতালিতে সাগরে ডুবে প্রাণ গেলো ৪০ অভিবাসীর

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শিশুসহ অন্তত ৪০ অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। তাদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ায়, এ ঘটনা ঘটেছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ক্রোতোন প্রদেশের সমুদ্রতীরবর্তী স্টেকাতো ডি কুট্রোর তীরে ২৭ জনের মরদেহ ভেসে আসে। এ ছাড়া আরও কয়েকজনকে সাগরে ভাসতে দেখা যায়।

অ্যাডনক্রোনোস সংবাদ সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে শতাধিক মানুষ ছিল। এদের মধ্যে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিল। নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ডুবে যায় বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ইতালি কোস্টগার্ডের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ইউরোপে অবৈধভাবে পাড়ি জমাতে সাগর পথকে বেছে নিয়ে আসছে অনেকে। এদের মধ্যে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।