লিঙ্গ সমতা অর্জনে ৩০০ বছর লাগতে পারে: জাতিসংঘ প্রধানের সতর্কবার্তা

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিঙ্গ সমতা অর্জনের দিকে অগ্রগতি আমাদের চোখের সামনে হারিয়ে যাচ্ছে। লিঙ্গ সমতা অর্জন এখনও ৩০০ বছর দূরে। সোমবার জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

লিঙ্গ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে জাতিসংঘের এই নারী কমিশন। জাতিসংঘের নারী অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ এই সংস্থা। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব।

উচ্চ মাতৃ মৃত্যুহার, মেয়েদের বাল্য বিয়ে, কিশোরীদের অপহরণ ও স্কুলে যাওয়ার কারণে হামলার শিকার হওয়ার কথা ভাষণে তুলে ধরেছেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, লিঙ্গ সমতা অর্জনের আশা যে ক্রমশ দূরের লক্ষ্যে পরিণত হচ্ছে এগুলো তারই প্রমাণ।

ভাষণে এই নারী কমিশন থেকে বহিষ্কার হওয়া ইরানের কথা উল্লেখ করেননি গুতেরেস। গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে ৪৫ সদস্যের এই কমিশন থেকে ইরান বরখাস্ত করা হয়।

মহাসচিব বলেছেন, বিশ্বজুড়ে নারীর অধিকার হুমকিতে এবং লঙ্ঘিত হচ্ছে।

আফগানিস্তানসহ কয়েকটি দেশের নাম উল্লেখ করে তিনি বলেছেন এসব দেশে ‘নারী ও মেয়েদের জনজীবন থেকে নিশ্চিহ্ন’ করা হচ্ছে।