রাজনীতিকদের খাঁচায় ভরে নদীতে ফেলে উপহাস যে গ্রামের রীতি

জনগণের কাছে দায়বদ্ধ রাজনীতিকরা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমাজের জন্য কাজ করা, কল্যাণ নিশ্চিত করার জন্য নীতি প্রণয়ন ও উদ্যোগ গ্রহণের দায়িত্ব পান তারা।

কিন্তু যখন তারা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ তখন কী ঘটে?

বিশ্বের বেশিরভাগ দেশে নেতারা নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হলে তেমন কিছুই ঘটে না, স্বাভাবিকের মতো চলতে থাকে সবকিছু। এমন ব্যর্থতার ক্ষেত্রে হয়ত কিছু নেতা পরের নির্বাচনে হেরে যান।

কিন্তু ইতালির ছোট্ট একটি শহর ট্রেন্টোতে রাজনীতিকরা ভুল করলে পরিস্থিতি হয় ভিন্ন।

বিশ্বাস করুন আর না-ই করুন, স্থানীয় তাদের রাজনীতিকদের একটি খাঁচায় ভরে নদীতে রেখে আসে শাস্তি হিসেবে।

এটি একেবারে সাজা বাস্তবায়ন নয়। খাঁচাটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য পানিতে রাখা হয়। কেউ কেউ এটিকে রাজনীতিকদের ভুল অনুধাবনের জন্য একটি মজার উপায় হিসেবে মনে করেন।

রাজনীতিকদের শাস্তি দেওয়া বিশ্বে একেবারে বিরল নয়। অনেক স্থানের মানুষেরা নিজেদের রীতি ও প্রথা অনুসারে এই শাস্তি দিয়ে থাকেন।

ট্রেন্টোর এই রীতির নাম ‘টঙ্কা’। ভিজিলিয়ান উৎসবের সময় এমনটি ঘটে। প্রতি বছর জুন মাসের দ্বিতীয়ার্ধে শহরে এই উৎসব উদযাপন করা হয়।

উৎসবের মূল আয়োজনের একটি হলো রাজনীতিকদের খাঁচায় ভরে নদীতে ডুবানো। এটিকে অনুতাপের আদালত বলা হয়। এতে শহরের রাজনীতিক ও বিখ্যাত ব্যক্তিদের বছরজুড়ে তাদের নিজেদের অপমানিত করার জন্য ‘বিচার’ করা হয়।  যেসব নেতারা প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন তাদের শাস্তি হলো প্রকাশ্যে উপহাস করা।

ঐতিহ্যগতভাবে ২৬ জুনের আগে শেষ রবিবার টঙ্কা আয়োজন করা হয়। ২০২২ সালে এটি আয়োজন করা হয়েছিল ১৯ জুন। চলতি বছর ২৫ জুন উৎসবটি আয়োজন করা হতে পারে।

সূত্র: টাইমস নাউ নিউজ