ইতালির উপকূলে সহস্রাধিক অভিবাসী উদ্ধার

পৃথক তিনটি উদ্ধার অভিযানে এক হাজার তিনশ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। শনিবার কোস্ট গার্ড জানায়, ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিবাসীদের উদ্ধার করে নিরাপদে একটি বন্দরে নিয়ে আসা হয়েছে। দুই সপ্তাহ আগে একটি অভিবাসী বোঝাই নৌকাডুবিতে ৭৪ জনের প্রাণহানির পর এসব অভিযান পরিচালনা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় ইতালির রক্ষণশীল সরকারের ওপর চাপ বাড়ছে। গত বছর অক্টোবরে ক্ষমতায় আসা সরকারটি অভিবাসীদের ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চলতি বছর উত্তর আফ্রিকা ও তুরস্ক থেকে অভিবাসীদের ইতালি পৌঁছার ঘটনা বেড়েছে।

ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি নৌযান তীর থেকে ১০০ মাইলের বেশি দূরে সাগর থেকে একটি নৌকায় থাকা ৫০০ অভিবাসীকে উদ্ধার করেছে। পরে তাদের রেজিও কালাব্রিয়াতে নেওয়া হয়েছে।

সাগরের একই অঞ্চলে পরে আরও একটি নৌকা থেকে ৩৭৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আরেকটি মাছ ধরার নৌকা থেকে ৪৮৭জন অভিবাসীকে উদ্ধারের পর ক্রটোনের কারাব্রিয়ান বন্দরে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছে, সিসিলি উপকূলে আরও ২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কাতানিয়াতে পাঠানো হবে। বিমানবাহিনী লাম্পেডুসা দ্বীপ থেকে অভিবাসীদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মানুষ ইতালি পৌঁছেছেন। এর মধ্যে গত সপ্তাহে এই সংখ্যা ছিল প্রায় ৪ হাজার। ২০২২ সালের প্রথম আড়াই মাসে এই সংখ্যা ছিল ৬ হাজার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছার চেষ্টায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ।