অঘোষিত সফরে কিয়েভে কিশিদা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন। কিয়েভে তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি ট্রেন স্টেশনে প্লাটফর্মে হাঁটছেন কিশিদা। তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

কিশিদার কিয়েভ সফর ঘোষণার সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইউক্রেনের প্রতি সমর্থন ও সহযোগিতার কথা তুলে ধরবেন জাপানি প্রধানমন্ত্রী।

ভারত সফর শেষে টোকিওতে ফেরার কথা ছিল কিশিদার। কিন্তু তিনি পরিকল্পনা পাল্টে ইউক্রেন সফরের সিদ্ধান্ত নেন।

এনএইচকে’র প্রচারিত ফুটেজে দেখা গেছে, পোল্যান্ডের সীমান্ত শহর প্রেজেমিসল থেকে কিয়েভগামী একটি ট্রেনে চড়ছেন কিশিদা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ও কিয়েভকে সমর্থনে পশ্চিমাদের পাশে দাঁড়িয়েছে জাপান।

বিরল পদক্ষেপ হিসেবে ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম ও দেশটির শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে টোকিও।

তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে জাপানের প্রতিরক্ষা উদ্যোগ সীমিত। ফলে ইউক্রেনকে কোনও সামরিক সহযোগিতা দেয়নি জাপান।