চীনের পক্ষে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হওয়া অসম্ভব: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো-কিয়েভের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চায় চীন। চলমান সংঘাত বন্ধে ১২ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিবদমান পক্ষগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক শি জিনপিং সরকার। কিন্তু নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে চীনের সক্ষমতা রয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রাশিয়ার দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হওয়ার জন্য চীনের আগ্রহ নিয়ে এটি ছিল সবশেষ মার্কিন সমালোচনা। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি না আপনারা চীনকে যুক্তিসঙ্গতভাবে নিরপেক্ষ ভূমিকায় দেখতে পারেন।'

জন কিরবি আরও বলেন, 'ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা থেকে বিরত রয়েছে চীন। শুধু তাই নয়, মস্কো থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দেশটি।'

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (২১ মার্চ) মস্কোয় পুতিনের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন। ইউক্রেন সংঘাত প্রাধান্য পায় ওই বৈঠকে।

মঙ্গলবার দুই নেতা আলোচনার পর রাশিয়া-চীনা সম্পর্কের একটি ‘নতুন যুগ’ বলে অভিহিত করেন তারা। মার্কিন মুখপাত্র কিরবি দাবি করেন, রাশিয়া ও চীন আন্তর্জাতিক ব্যবস্থার নিয়মে পরিবর্তন আনতে চায়।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের ভিত্তি হতে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। কিয়েভ ও পশ্চিমারা যখন রাজি থাকবে তখন এই সমাধান সম্ভব। সূত্র: আল জাজিরা, এএফপি