রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর গ্রেফতারি পরোয়ানায় বিদেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতারের চেষ্টাকে মস্কো যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। পুতিনকে যে দেশ গ্রেফতারের চেষ্টা করবে সেই দেশে আঘাত হানবে রুশ অস্ত্র। বুধবার তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন। একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।
হগভিত্তিক আইসিসি গত সপ্তাহে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পুতিন মিত্র বলে পরিচিত মেদভেদেভ বলেন, পুতিনকে গ্রেফতারের মতো ঘটনা কখনও ঘটবে না। তবু কল্পনা করুন- একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রধান জার্মানি সফরে গেলেন এবং গ্রেফতার হলেন। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
তিনি বলেছেন, এমন কিছু যদি ঘটে তাহলে আমাদের সর্বশক্তি, রকেট ও অপর অস্ত্র জার্মান চ্যান্সেলরের কার্যালয় বুন্দেসটেগে আঘাত হানবে।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেছেন, আইসিসি এই সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের আরও অবনতি ঘটাবে।
আইসিসির প্রসিকিউটর করিম খান এবং আদালতটির বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে রাশিয়া ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার দুই দিন পর মেদভেদেভ এই মন্তব্য করলেন।
পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে ট্রাইব্যুনালকে হুমকি দেওয়ার ঘটনায় খেদ প্রকাশ করেছে আইসিসি।
সূত্র: এনডিটিভি