রাশিয়ার হুমকি মোকাবিলায় এক হচ্ছে নর্ডিক দেশগুলোর বিমানবাহিনী

রাশিয়ার বাড়তে থাকা হুমকি মোকাবিলার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ নর্ডিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্ক। নর্ডিক অঞ্চলের এ চার দেশের বিমান বাহিনীর কমান্ডাররা ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠিতে সই করেছেন।

চারটি দেশের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায়, ন্যাটোর মতোই আমরা যৌথভাবে কাজ করবো। সে উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি।

ডেনিশ বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম বলেন, ‘ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের পর বিমান বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া শুরু হয়। আমাদের সম্মিলিত বহরকে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে।’

নরওয়ের কাছে আছে ৫৭টি এফ-১৬ ফাইটার জেট, ৩৭টি এফ-৩৫ ফাইটার কেনার প্রক্রিয়ায় রয়েছে। ফিনল্যান্ডের ৬২টি এফ/এ-১৮ হর্নেট জেট রয়েছে, ৬৪টি এফ-৩৫ যুক্ত হবে দ্রুত। এ ছাড়া ডেনমার্কের রয়েছে ৫৮টি এফ-১৬ এবং চাহিদা দেওয়া আছে আরও ২৭টি এফ-৩৫ ফাইটার জেটের। আর সুইডেনের ৯০টিরও বেশি গ্রিপেন জেট রয়েছে।

এসব বিমানের মধ্যে কতটি বিমান চালু আছে, তা স্পষ্ট নয়।

গত সপ্তাহে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে যখন চিঠিতে সই হচ্ছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন ন্যাটো এয়ার কমান্ডের প্রধান জেনারেল জেমস হেকার। এই হেকার এই অঞ্চলে মার্কিন বিমান বাহিনীকে দেখভাল করেন।

সুইডেন এবং ফিনল্যান্ড গত বছর ট্রান্সআটলান্টিক সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করেছিল। তবে তুরস্কের বাধায় প্রক্রিয়াটি আটকে গেছে। একই বিপদে আছে হাঙ্গেরিও।

নর্ডিক এয়ার ফোর্স কমান্ডাররা গত নভেম্বরে সুইডেনে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে প্রথম আলোচনা করেছিলেন।

ড্যাম বলেন, ‘আমরা আমাদের আকাশপথের নজরদারি আরও শক্তিশালী করতে চাই। একে অপরের নজরদারি সিস্টেম থেকে ডেটা ব্যবহার করে তা সম্মিলিতভাবে ব্যবহার করতে চাই।’ সূত্র: আল জাজিরা