রুশ গুপ্তচর সন্দেহে পোল্যান্ডে বিদেশি আটক

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করেছে পোল্যান্ড। সোমবার (২৭ মার্চ) দেশটির প্রসিকিউটররা জানিয়েছে, গত ২১ মার্চ ওই ব্যক্তিকে আটক করা হয়।

উত্তর পোলিশ শহর গডানস্কের প্রসিকিউটররা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, সন্দেহভাজন ব্যক্তি রুশ গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের কাজ করছিল। অনেক তথ্য রাশিয়ার গোয়েন্দা সংস্থায় পাঠানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে পোল্যান্ড সরকার।

মস্কোর গৃপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ভেঙে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পোলিশ সরকার। অভিযোগ প্রমাণ হলে পোল্যান্ডের আইন অনুযায়ী ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

গত বছরেও রাশিয়ার ৪৫ জন কূটনীতিককে সন্দেহভাজন গুপ্তচর হিসেবে শনাক্ত করেছিল পোল্যান্ডের গুপ্তচর প্রতিরোধ সংস্থা এবিডব্লিউ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা মিত্র দেশগুলো থেকে বেশ কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। যদিও মস্কো কোনটিরও দায় স্বীকার করেনি। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স