গুপ্তচর সন্দেহে মার্কিন সাংবাদিককে আটক করলো রাশিয়া

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি বলেছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান গ্রেশকোভিচ নামের এই সাংবাদিককে আটক করা হয়েছে। আটকের সময় তিনি রাশিয়ার ইয়েকাটেরিনবুর্গে কাজ করছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এফএসবি বলেছে, তারা বেআইনি কর্মকাণ্ড থামিয়েছে এবং এই সাংবাদিক মার্কিন নির্দেশনায় কাজ ও রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করছিলেন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন দাবি করেছে, মার্কিন সাংবাদিককে হাতেনাতে আটক করা হয়েছে।

গ্রেশকোভিচের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার অর্থনীতির বিভিন্ন সংকট তুলে ধরা হয়েছে।

এফএসবি নিশ্চিত করেছে মস্কোর পূর্বাঞ্চলীয় ইয়েকাটেরিনবুর্গে কাজ করার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছিল তার।  মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আইনের তদন্ত শুরু হয়েছে।

এক বিবৃতিতে ওয়াল স্ট্রিট জার্নাল গ্রেশকোভিচ ও তার পরিবারের পক্ষে অবস্থান নিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের আগে থেকেই রাশিয়া থেকে পশ্চিমা সংবাদমাধ্যমের খবর সংগ্রহ করা ছিল কঠিন। স্বাধীন সাংবাদিকদের বিদেশি এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবিসির রাশিয়া প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ডকে দেশ থেকে বরখাস্ত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়া ফেক নিউজ বা সেনাবাহিনীর অবমাননা ঠেকাতে নতুন ফৌজদারি আইন জারি করে। এর আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধে সমালোচনা করায় অনেক রুশ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। বেশিরভাগ স্বাধীন সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেছে।