পুতিনের তুরস্ক সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুরস্ক সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, এপ্রিলে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানির নির্মিত একটি চুল্লি উদ্বোধনে তুরস্ক সফর করবেন পুতিন।

বৃহস্পতিবার পুতিনের তুরস্ক সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পেসকভ না সূচক জবাব দিয়েছেন।

ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে পুতিনের সঙ্গে নিয়মিত ফোনালাপ করে যাচ্ছেন এরদোয়ান। চলতি বছরে ইতোমধ্যে দুই নেতা ছয়বার কথা বলেছেন। সর্বশেষ কথা বলেন শনিবার (২৫ মার্চ)।

গত বছর অক্টোবরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুই নেতা সর্বশেষ মুখোমুখি বৈঠকে মিলিত হয়েছিলেন। পুতিন সর্বশেষ তুরস্ক সফর করেন ২০২০ সালের শুরুতে।