অর্ধেকের বেশি ভোট গণনায় এগিয়ে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ২০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার বাংলাদেশ সময় রাত ১টা ১০ মিনিট পর্যন্ত তিনি পেয়েছেন ৫০ দশমিক ৪ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ ভোট।

তুর্কি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, মোট ব্যালটের ৮০ দশমিক ০৪ শতাংশ গণনার পর এই ফল প্রকাশ হয়েছে। 

আল জাজিরার সাংবাদিক রেসুল সরদার বলেছেন, ফলাফলের এমন ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় রাউন্ডের ভোটে নির্ধারিত হবে কে হবেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট। এবারের নির্বাচনের বড় চমক তৃতীয় প্রেসিডেন্ট প্রার্থী সিনান ওগান। ইতোমধ্যে তিনি পাঁচ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তার এই ভোট পাওয়ার ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় দফা ভোট অনিবার্য।

ভোটের আগে জরিপে কিলিচদারোগলু এগিয়ে ছিলেন। এবার ভোটার উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৪ শতাংশ। তুরস্কের নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬ কোটি ৪০ লাখের বেশি। স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে শেষ বিকাল ৫টায়। এর আগে প্রবাসী তুর্কিরা ভোট দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীকে জয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। কোনও প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে শীর্ষ দুই প্রার্থী দুই সপ্তাহ পর আবার ভোটের লড়াইয়ে নামবেন। এ বছর দ্বিতীয় ধাপের ভোট ২৮ মে অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: আল জাজিরা