ইতালিতে ঈদুল আজহার আয়োজনে ক্যাথলিক চার্চের প্রতিনিধি

ইতালির বেশ কয়েকটি শহরে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি ঈদুল আজহা উদযাপনে অংশ নিয়েছেন ক্যাথলিক চার্চের প্রতিনিধিরা। এই উপলক্ষে ইতালীয় ক্যাথলিক এপিস্কোপাল কনফারেন্সের মালিকানাধীন দৈনিক পত্রিকা আভভিনিরে বুধবার জর্ডানের প্রিন্স হাসান বিন তালালের একটি বার্তাও প্রকাশ করেছে।

ক্যাথলিক ধর্মযাজক ফাদার জিউসেপ সিউত্তি বেশ কয়েক বছর ধরে ইরাকে কাজ করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনা ক্যাথলিক এবং মুসলমানদের মধ্যে ক্রমবর্ধমান উষ্ণ সম্পর্কের বার্তা দেয়।’

তিনি বলেন, ‘আমাদের সবাই এক হলে একটি উন্নত সমাজ গঠন সম্ভব বলে বিশ্বাস করেন পোপ।’

ইতালিতে ২৫ লাখেরও বেশি মুসলমান বাস করে। ইতালির প্রধান শহরগুলোর বৃহত্তম স্কোয়ার এবং পার্কগুলোতে বুধবার সকালে ঈদুল আযহার প্রার্থনার আয়োজন হয়। এতে আশেপাশের ক্যাথলিক ব্যাসিলিকাস এবং গীর্জা থেকে যাজকরা যোগ দেন। ছিলেন পৌর কর্তৃপক্ষও। 

বারিতে কেন্দ্রীয় পিয়াজা মাসারি ভোর থেকেই শত শত মানুষে ভরে যায়। সেখানে এক ঘণ্টা ধরে চলে প্রার্থনা। এতে উপস্থিত ছিলেন শহরের কমিশনার ফ্রান্সেসকা বোটালিকো। অন্যদিকে সিসিলির রাজধানী পালেরমোতে আর্চবিশপ কোরাডো লরেফিস শহরের ইমাম বদ্রি এল-মাদানির নেতৃত্বে প্রার্থনায় যোগ দেন।

সূত্র: আরব নিউজ