মুক্ত হয়ে ইউক্রেন ফিরলো আজভ কমান্ডাররা

ইউক্রেনের মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বন্দি হওয়া ইউক্রেনীয় কমান্ডাররা মুক্তি পেয়েছেন। তুরস্ক থেকে সঙ্গে নিয়ে ইউক্রেন ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার লভিভে তাদের নিয়ে হাজির হয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে আজভ কমান্ডাররা যুদ্ধক্ষেত্রে পুনরায় ফিরে যাওয়ার অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। বন্দি বিনিময়ের আওতায় তারা এর আগে তুরস্ক অবস্থান করছিলেন।

দীর্ঘ অবরোধের পর ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল ২০২২ সালে রাশিয়ার দখলে চলে যায়। আজভস্টল কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় কমান্ডাররা আত্মসমর্পণ করেন। কারখানাটি ছিল মারিউপোলে ইউক্রেনীয় সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি। রাশিয়ার দাবি, এখানে ইউক্রেনের ২ হাজারের বেশি সেনা আত্মসমর্পণ করেছিল।

ইউক্রেনে ফিরে সংবাদ সম্মেলনে কয়েকজন যোদ্ধা তুরস্কে অবস্থানের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আজভ রেজিমেন্টের কমান্ডার ডেনিস প্রকোপেঙ্কো বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনের সেনাবাহিনী রণক্ষেত্রে কৌশলগত উদ্যোগ নিয়েছে এবং প্রতিদিন এগিয়ে যাচ্ছে।

তিনি বলেছেন, রণক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য তিনি ও অপর কমান্ডাররা ইউক্রেনে ফিরে এসেছেন।

আজব রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সিয়াতোস্লাভ পালামার তুরস্কে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরতে একটি কবিতার আশ্রয় নিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আমরা সেনাবাহিনীর সদস্য। আমরা একটি শপথ নিয়েছি।

আজভ কমান্ডারদের মুক্তির জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে তিনি ওলেক্সান্ডার পিভনেঙ্কোকে ন্যাশনাল গার্ডের নতুন কমান্ডার হিসেবে ঘোষণা করেছেন তিনি।