X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

২১ দিনের অভিযানে ৩১ মাওবাদীকে হত্যার দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ২২:৩৩আপডেট : ১৫ মে ২০২৫, ২২:৪৬

ভারতের ছত্তিশগড় ও তেলেঙ্গানার সীমান্তবর্তী কারেগুট্টালু পাহাড়ে নকশালবিরোধী সর্ববৃহৎ অভিযানে ৩১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, যে পাহাড় একসময় লাল সন্ত্রাসের প্রতীক ছিল, সেখানে আজ গর্বভরে উড়ছে তেরঙা। ২১ দিনের এই অভিযানে আমাদের নিরাপত্তা বাহিনী একটিও প্রাণহানি ছাড়াই সফল হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের কেন্দ্র সরকার কয়েক বছর ধরেই দেশটির নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। অমিত শাহের ভাষ্য অনুযায়ী, চলমান অভিযানটি ১৯৬৭ সাল থেকে চলা মাওবাদী সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে এক নতুন মাইলফলক।

কারেগুট্টালু পাহাড় আগে বহু নকশাল গোষ্ঠীর ঘাঁটি ছিল। সেখানে অস্ত্র ও কৌশলগত প্রশিক্ষণ দিতেন বিদ্রোহীরা। তাদের দাবি ছিল, ওই অঞ্চলের আদিবাসীদের অধিকার রক্ষায় তারা সংগ্রাম করছেন।

২০০০ সালের মাঝামাঝি সময়ে বিদ্রোহীরা ভারতের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করত বলে ধারণা করা হয়। সেসময় তাদের যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার।

অভিযানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি এক্স-এ লিখেছেন, নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রমাণ করে যে, নকশালবাদের মূলোৎপাটনে আমাদের অভিযান সঠিক পথে এগোচ্ছে। আমরা শান্তি প্রতিষ্ঠায় এবং উন্নয়নের মূলস্রোতে এসব অঞ্চলকে সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহাপরিচালক জি পি সিং জানান, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অব্যাহত ও কঠোর অভিযানের মাধ্যমে নকশালবাদ নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ মাওবাদী যোদ্ধা নিহত হয়েছেন। ২০২৫ সালের প্রথম চার মাসেই আত্মসমর্পণ করেছেন ৭১৮ জন বিদ্রোহী।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, শুধু ফেব্রুয়ারি ও মার্চ মাসেই বিদ্রোহী ৪১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জন নিহত হন ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্যে সেনা অভিযানে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, ধারাবাহিক অভিযানে নকশালপন্থি গোষ্ঠীগুলোর সাংগঠনিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। যদিও স্বতন্ত্র মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, এসব অভিযানে নিরপরাধ আদিবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
ইলন মাস্কের ব্যবসায় সরকারি সহায়তা বাতিলের হুমকি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!