X
শুক্রবার, ১৬ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

২১ দিনের অভিযানে ৩১ মাওবাদীকে হত্যার দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ২২:৩৩আপডেট : ১৫ মে ২০২৫, ২২:৪৬

ভারতের ছত্তিশগড় ও তেলেঙ্গানার সীমান্তবর্তী কারেগুট্টালু পাহাড়ে নকশালবিরোধী সর্ববৃহৎ অভিযানে ৩১ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, যে পাহাড় একসময় লাল সন্ত্রাসের প্রতীক ছিল, সেখানে আজ গর্বভরে উড়ছে তেরঙা। ২১ দিনের এই অভিযানে আমাদের নিরাপত্তা বাহিনী একটিও প্রাণহানি ছাড়াই সফল হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের কেন্দ্র সরকার কয়েক বছর ধরেই দেশটির নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। অমিত শাহের ভাষ্য অনুযায়ী, চলমান অভিযানটি ১৯৬৭ সাল থেকে চলা মাওবাদী সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে এক নতুন মাইলফলক।

কারেগুট্টালু পাহাড় আগে বহু নকশাল গোষ্ঠীর ঘাঁটি ছিল। সেখানে অস্ত্র ও কৌশলগত প্রশিক্ষণ দিতেন বিদ্রোহীরা। তাদের দাবি ছিল, ওই অঞ্চলের আদিবাসীদের অধিকার রক্ষায় তারা সংগ্রাম করছেন।

২০০০ সালের মাঝামাঝি সময়ে বিদ্রোহীরা ভারতের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করত বলে ধারণা করা হয়। সেসময় তাদের যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার।

অভিযানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি এক্স-এ লিখেছেন, নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রমাণ করে যে, নকশালবাদের মূলোৎপাটনে আমাদের অভিযান সঠিক পথে এগোচ্ছে। আমরা শান্তি প্রতিষ্ঠায় এবং উন্নয়নের মূলস্রোতে এসব অঞ্চলকে সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহাপরিচালক জি পি সিং জানান, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অব্যাহত ও কঠোর অভিযানের মাধ্যমে নকশালবাদ নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ মাওবাদী যোদ্ধা নিহত হয়েছেন। ২০২৫ সালের প্রথম চার মাসেই আত্মসমর্পণ করেছেন ৭১৮ জন বিদ্রোহী।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, শুধু ফেব্রুয়ারি ও মার্চ মাসেই বিদ্রোহী ৪১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জন নিহত হন ঝাড়খণ্ড ও ছত্তিশগড় রাজ্যে সেনা অভিযানে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, ধারাবাহিক অভিযানে নকশালপন্থি গোষ্ঠীগুলোর সাংগঠনিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। যদিও স্বতন্ত্র মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, এসব অভিযানে নিরপরাধ আদিবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসভারতের ফারাক্কা বাঁধে ক্ষতিগ্রস্ত দেশের ৬ কোটি মানুষ
বুরকিনা ফাসোতে ২০০ সেনা হত্যার দাবি আল কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠীর
ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং সব সময় থাকবে: ভারতের সহকারী হাইকমিশনার
সর্বশেষ খবর
কলমবিরতির দ্বিতীয় দিনে অচল আমদানি-বাণিজ্য, রাজস্ব খাতে স্থবিরতা
কলমবিরতির দ্বিতীয় দিনে অচল আমদানি-বাণিজ্য, রাজস্ব খাতে স্থবিরতা
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
দুঃসময় কাটিয়ে চার বছর পর প্রিমিয়ার লিগে আরামবাগ
দুঃসময় কাটিয়ে চার বছর পর প্রিমিয়ার লিগে আরামবাগ
চিঠি
চিঠি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক