ইউক্রেনে ‘রক্তদান কেন্দ্রে’ ভয়াবহ হামলা, যুদ্ধাপরাধ বললেন জেলেনস্কি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘রক্তদান কেন্দ্রে’ আঘাত হেনেছে রাশিয়ার বোমা। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শনিবার খারকিভের কুপিয়ানস্ক শহরের রক্তদান কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় শত্রুরা।

এর আগে জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে অধিকৃত ডনেস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলে মস্কো। কিন্তু এ ঘটনার দায় স্বীকার করেনি দেশটি।

খারকিভ অঞ্চলের সর্বশেষ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আহত ও নিহতের দাবি করেছেন তিনি। কতজন হতাহত হয়েছেন, বিষয়টি উল্লেখ করেননি।

সন্ত্রাসীদের হামলায় কুপিয়ানস্কে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। যারা সবকিছুকে ধ্বংস করতে দিতে চায় তাদের পশু বর্ণনা করেছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলার প্রথম দিকে কুপিয়ানস্ক দখলে নেয় মস্কো। তবে গত সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাটি শত্রুমুক্ত করে কিয়েভ। কিন্তু আবারও অঞ্চলটি রুশ হামলার মুখোমুখি হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে সৌদি আরবে যখন ৪০ দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন তখনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো। আলোচনায় চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও অংশ নিয়েছে। দুই দিনের এই বৈঠকে সমাধানে পৌঁছানো নিয়ে শঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা