X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

তুরস্কে ইউক্রেন আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ০৯:২৯আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:২৯

তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৃহস্পতিবারের (১৫ মে) এই আলোচনা থেকে বড় কোনও সাফল্য অর্জনের সম্ভাবনা কিছুটা হ্রাস পেলো বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার রাতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেনশিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন।

ক্রেমলিনের বিবৃতির পর মার্কিন এক কর্মকর্তা জানান, আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না।

গত রবিবার পুতিন প্রস্তাব করেন, ইস্তানবুলে কিয়েভের প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো। তিন বছরের যুদ্ধে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথম এই ধরনের কোনও প্রস্তাব এলো।

আলোচনায় অংশগ্রহণ করার ব্যাপারে একবারের জন্যও আভাস দেননি পুতিন। তাই, রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণ নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এরমধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উলটো তাকে চ্যালেঞ্জ করে বলেন, ভয় না পেলে পুতিন যেন আলোচনায় অংশগ্রহণ করেন।

তবে, সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

এদিকে, হোয়াইট হাউজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য রয়েছেন ট্রাম্প। তার এই সফরের মাঝেই তুরস্ক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় তিনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে পুরো বৈঠকের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে জানানো হয়, তিনি উপস্থিত থাকছেন না।

ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জেলেনস্কি।

উল্লেখ্য, এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছিলেন, পুতিন না থাকলে আলোচনায় যোগ দেবেন না তিনি।

ট্রাম্পের চাওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম স্থলযুদ্ধ থামানোর প্রাথমিকধাপে ৩০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হোক। রাশিয়ার এক সংসদ সদস্য জানিয়েছেন, আলোচনায় বন্দি বিনিময় সম্পর্কে আলোচনা হতে পারে।

এদিকে, জেলেনস্কি নিজেও অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির পক্ষে হলেও পুতিন বলেছেন, আলোচনা শুরু করে তবেই যুদ্ধবিরতির বিস্তারিত নিয়ে ভাবা যেতে পারে।

/এসকে/
সম্পর্কিত
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
সর্বশেষ খবর
চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন: আলী রীয়াজ
চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন: আলী রীয়াজ
নীলফামারীতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার
নীলফামারীতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার
প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড: তৈরি হলো থিম সং
প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড: তৈরি হলো থিম সং
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে বিশেষ আদেশ জারি
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে বিশেষ আদেশ জারি
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ