ডেনমার্কে ৮ ইউক্রেনীয় পাইলটের এফ-১৬ প্রশিক্ষণ শুরু

প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের আট পাইলটকে যুদ্ধবিমান এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ডেনমার্ক। ডেনিশ সশস্ত্র বাহিনী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করছে। রবিবার ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার পাশাপাশি যুদ্ধবিমানটি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেয় ডেনমার্ক ও নেদারল্যান্ডস।  

রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন থেকেই এমন বিমান চেয়ে আসছিল ইউক্রেন। ডেনমার্ক ও নেদারল্যান্ডস সরকার বলছে, আকাশে ইউক্রেনের শক্তিশালী হওয়ার দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এ যুদ্ধবিমান সহায়তা করবে।

ডেনমার্কের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৮ পাইলটসহ ৬৫ কর্মী স্ক্রাইডস্ট্রপের ডেনিশ সামরিক বিমানঘাঁটিতে এসে পৌঁছেছে।

ইউক্রেনকে ১৯টি এফ-১৬ দেবে ডেনমার্ক। প্রথম ছয়টি সরবরাহ করবে নতুন বছরে। অন্যদিকে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমানের মধ্যে ইউক্রেনকে কতটি সরবরাহ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নেদারল্যান্ডস।

ডেনমার্কে বর্তমানে ৪৩টি এফ-১৬ যুদ্ধ বিমান রয়েছে। নিরাপত্তার কারণে এসবের কয়টি সক্রিয় আছে তা প্রকাশ করবে যাবে না বলে ডেনিশ বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের চালানোর প্রশিক্ষণে গ্রিসও অংশ নেবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সূত্র: রয়টার্স