ইউক্রেনীয়দের স্থায়ী বসবাসের সুযোগ দেবে নিউ জিল্যান্ড

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে দেশটির বহু মানুষ পালিয়ে সীমান্তবর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। এখনও ইউক্রেন ছাড়ছে অনেকে। এসব বাস্তচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে নিউ জিল্যান্ড।

অভিবাসনমন্ত্রী অ্যান্ড্রু লিটল শনিবার বলেছেন, আগামী বছরের ১৫ মার্চের আগে অস্থায়ী বিশেষ ভিসায় নিউজিল্যান্ড ভ্রমণকারীরা স্থায়ী বসবাসের সুযোগ পাবে।

তিনি আরও বলেছেন, নিউ জিল্যান্ডে যারা থাকার জন্য এসেছিলেন দীর্ঘদিন থাকতে হবে এমনটা ভাবেননি কেউ কেউ। কিন্তু যুদ্ধ চলতে থাকায় তাদের থাকার জায়গা নিশ্চিত করাটা মানবিক দিক থেকে আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের এখানে থাকার জন্য যতটা সম্ভব তাদের জন্য সহজ করে দিচ্ছি।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেড় হাজারের বেশি নাগরিককে বিশেষ ইউক্রেনীয় ভিসা দিয়েছে নিউ জিল্যান্ড। সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন পোল্যান্ড, মলদোভা, হাঙ্গেরি, রোমানিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে।