রাশিয়ার যুদ্ধবিমান কারখানা পরিদর্শন কিমের

রাশিয়ার যুদ্ধবিমান তৈরির কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা এই কারখানাটি পরিদর্শন করেন তিনি। ওয়াশিংটন ও দেশটির মিত্রদের আশঙ্কা, কিমের এই সফর ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম বৈঠক করেন। সেখানে সামরিক বিষয়, ইউক্রেন যুদ্ধ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৩৯ বছর বয়সী কিম রাশিয়ার কমসোমলস্ক-অন-আমুর, ইউরি গ্যাগারিন অ্যাভিয়েশন প্ল্যান্ট, ইয়াকভলেভ প্ল্যান্টসহ ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের উভয় ইউনিট পরিদর্শন করেছেন। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা গ্যাগারিন কারখানা সব কিছু ঘুরে দেখন তিনি। সেখানে এসইউ-৩৫ মাল্টিরোল ফাইটার ও এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরি করা হয়।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন করেছ। এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে।

পুতিন সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ‘কিছুই লঙ্ঘন করছে না’। তবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকবে। এ সময় পুতিনের মুখপাত্র বলেন, কিমের সফরে সামরিক ইস্যু বা অন্য কোনও বিষয়ে চুক্তি হয়নি।