পোল্যান্ডের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ বেলারুশের, প্রত্যাখ্যান ওয়ারশ’র

সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ডের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়ার মিত্র বেলারুশ। দেশটি জানিয়েছে, একটি পোলিশ হেলিকপ্টার সীমান্তের ৩০০ মিটার ভেতরে ঢুকে যায়। ইউক্রেন ইস্যুতে দুদেশের মধ্যে উত্তেজনা চলা অবস্থায় নতুন করে এমন ঘটনা ঘটলো।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টেলিগ্রামে জানিয়েছে, ১৬২২ মডেলের হেলিকপ্টারটি সীমান্ত অতিক্রম করে দেড় কিলোমিটার গভীর দিয়ে উড়ে যায়। এই হেলিকপ্টারটি বারবার রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন করে যাচ্ছে।

এই ঘটনার প্রতিক্রিয়া বেলারুশের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে, তারা একটি সামরিক বিমান পাঠিয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে একে বেলারুশের মিথ্যাচার অ্যাখ্যা দিয়েছে পোল্যান্ড। দেশটির সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড বিবৃতিতে বলেছে, ফ্লাইট কন্ট্রোল স্টেশন ও রাডার স্টেশনের রেকর্ডে দেখা গেছে, এমন কোনও ঘটনা ঘটেনি।

তারপরও প্রতিবাদ জানতে পোলিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্সিন ওজসিচোস্কিকে তলব করেছে মিনস্ক। সূত্র: আল জাজিরা