আভদিভকায় দুর্বল হচ্ছে রাশিয়ার হামলা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রাশিয়ার আক্রমণ দুর্বল হচ্ছে। গত কয়েকদিন ধরে সেখানে অবিরাম হামলা চালিয়ে আসছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, গতি হারাচ্ছে রাশিয়ার আক্রমণ। মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, আক্রমণ অভিযান অব্যাহত থাকলেও বড় সাফল্য না আসায় হামলার গতি ধীর হয়েছে। সোমবার মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।

সোমবার ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আভদিভকায় চার দিক থেকে ১৫টি রুশ হামলা প্রতিহত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

শহর প্রশাসনের প্রধান ভিটালি বারাবাশ বলেছেন, গত সপ্তাহের মাঝামাঝিতে দিনে ৬০টির মতো হামলা চালিয়েছিল রাশিয়া। হামলার সংখ্যা কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে আভদিভকা দখলে রাশিয়ার উদ্যোগ ক্ষয়িষ্ণু হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান আইএসডব্লিউও’র বিশ্লেষণও মোটাদাগে ইউক্রেনীয় পর্যালোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রবিবার রাতে তাদের প্রকাশিত পর্যালোচনায় বলা হয়েছে, আভদিভকা ঘিরে ফেলার জন্য রাশিয়ার সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি অর্জিত না হওয়ায় অঞ্চলটিতে রুশ অভিযানের গতি ধীর হচ্ছে।

শুক্রবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেঞ্জিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, পূর্বাঞ্চলে নতুন আক্রমণ ইউক্রেনে রাশিয়ার অভিযানকে নতুন পর্যায়ে নিয়ে গেছে।

আসন্ন শীতে রাশিয়া ও ইউক্রেন উভয় বাহিনীর পক্ষে সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হবে। শীত শুরুর আগেই উভয়পক্ষ অগ্রগতি অর্জনের আশায় ও সেনাদের মনোবল বাড়াতে সামরিক প্রচেষ্টা জোরদার করেছে।

চার মাস আগে রাশিয়ার দখল থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি তারা। কিয়েভের পশ্চিমা মিত্ররা জোর দিয়ে বলে আসছেন সামরিক ও আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে।