শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পুতিনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ নিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। শুক্রবারের বৈঠকে তিনি প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ, চিফ অব জেনারেল স্টাফসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে রোস্তভের দক্ষিণাঞ্চলীয় সামরিক শাখার সদর দফতরে শোইগু, গেরাসিমভ এবং জেনারেল স্টাফের মেইন অপারেশনাল ডিরেক্টরেটের প্রধান জেনারেল সের্গেই রুডস্কয়ের সঙ্গে বৈঠকে দেখা গেছে।

ক্রেমলিন বলেছেন, সর্বোচ্চ কমান্ডার ইন চিফকে সামরিক সরঞ্জামের নতুন মডেল দেখানো হয়েছে। প্রেসিডেন্ট বিশেষ সামরিক অভিযানের অগ্রগতির প্রতিবেদন শুনেছেন।

এর আগে পুতিন গত মাসে রোস্তভের সামরিক সদর দফতর পরিদর্শন করেছিলেন। এই শহরেই রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বে একটি ব্যর্থ বিদ্রোহ শুরু হয়েছিল।