মিত্রদের ইউক্রেনের পাশে থাকার আহ্বান ন্যাটো মহাসচিবের

ইউক্রেনকে সমর্থনের পথে থাকতে জোট মিত্রদের আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।  মঙ্গলবার (২৮ নভেম্বর) ব্রাসেলসে জোটের সদর দফতরে সাংবাদিকদের উদ্দেশে এই মন্তব্য করেন তিনি। এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও সহযোগিতা করা নিয়ে ঐকমত্য হতে হিমশিম খাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে মহাসচিব সাংবাদিকদের বলেন, ইউক্রেনের প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ নিশ্চিত করা আমাদের কর্তব্য। আমাদের সমর্থনের পথে থাকতে হবে। এটি আমাদের নিরাপত্তার স্বার্থও।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা প্যাকেজ অনুমোদনের জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন। কিন্তু এই বিষয়ে এখনও কোনও অগ্রগতি হয়নি। অনুমোদন পাওয়ার বিষয়ে আশাবাদী বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। 

ন্যাটো মহাসচিবও আশাবাদী। তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে। কারণ এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থও জড়িত। 

ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ন্যাটোর মন্ত্রীরা রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবেন।