আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধা নিয়ে সন্দেহ সানচেজের

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, ফিলিস্তিনের গাজায় হতাহতের যে সংখ্যা উঠে আসছে তাতে করে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধা নিয়ে তার সন্দেহ রয়েছে। বুধবার (২৯ নভেম্বর) স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সানচেজ বলেছেন, আমরা যে-সব ফুটেজ দেখছি এবং ক্রমবর্ধমান হারে শিশুদের মৃত্যুর ফলে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধা নিয়ে আমার বড় ধরনের সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেছেন,  গাজায় আমরা যা দেখছি তা অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। জবাবে একই দিনে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত বোমা হামলা চালানোর পর, ২৪ নভেম্বর ৪ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ চুক্তির মেয়াদ বর্ধিত হয়ে আজ বৃহস্পতিবার সপ্তম দিনে গড়িয়েছে।